ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সরকার বাংলাদেশ আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করা হয়েছে।
শনিবার রাত ১১:৪৫ মিনিটের দিকে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত একটি আনন্দ মিছিল বের করা হয়।
ফরিদপুর শহর শিবিরের সভাপতি মোঃ আকমল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আনিসুর রহমান সজল।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জিহাদুল ইসলাম রত্ন, হাসিবুল হাসান, মোহাম্মদ আহমাদুল্লাহ।
সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বাংলাদেশ জন্য বড় বিজয়। আগামীতে কোন ফ্যাসিবাদ শক্তি যাতে দেশে অস্থিতিশীল না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে । বক্তারা বলেন ভবিষ্যতে আওয়ামী লীগ এ ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করলে আমরা শক্ত হাতে তা দমন করব । আমরা আজকে আনন্দিত । তারা আওয়ামী লীগের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সমালোচনা করেন। তারা বলেন আওয়ামী লীগের আজকের কার্যক্রম নিষিদ্ধ হলেও তারা আগামীতে ভয়ংকর হয়ে উঠতে পারে এজন্য সবাইকে লক্ষ্য রাখতে হবে। এই আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হলেও পরবর্তীতে যেন আরো ভয়ংকর হতে না পারে সেজন্য সবাইকে লক্ষ্য রাখতে হবে।
গত ১৭ বছরে আমাদের অনেক মা , অনেক ভাই, অনেক বোন তাদের প্রিয়জনকে হারিয়েছে । আজকে যে ঘোষণা দেয়া হয়েছে একে নিয়ে যদি কোনো নাটক করা হয় তাহলে তা কঠোর হতে প্রতিহত করা হবে ।
এছাড়া আগামী ৩০ কার্য দিবসের মধ্যে মধ্যে জুলাই ঘোষনাপত্র প্রকাশ করা হবে বলে সংক্ষিপ্ত পথসভায় জানান। এর আগে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে মিছিল থেকে বক্তারা আওয়ামীলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান প্রদান করেন। পরে মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।