ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীর উপজেলার কামারখালী বাসস্ট্যান্ড হতে দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে।
আজ শুক্রবার ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কামারখালী বাসস্ট্যান্ডে সেনাবাহিনী, পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে।
জানা যায় গত কয়েক দিন ধরে বাস থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।
কিছুদিন ধরে স্থানীয় জনগণের কাছ থেকে বিভিন্ন অভিযোগ আসছিল যে, ঢাকা এবং অন্যান্য এলাকাগুলির থেকে আসা বাসগুলির চালক ও যাত্রীদের কাছ থেকে চাঁদাবাজরা অবৈধভাবে টাকা আদায় করছে।
এ অভিযোগের ভিত্তিতে ফরিদপুর সেনাবাহিনী ক্যাম্প বাসস্ট্যান্ডে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আজ এক বিশেষ যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে দুই ব্যক্তি টাকাসহ হাতেনাতে আটক হন। মোবাইল কোর্টে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
আরো জানা যায়, এই অবৈধ চাঁদাবাজি চক্রের সাথে আরও যারা জড়িত, তাদের চিহ্নিত করার জন্য তদন্ত অব্যাহত থাকবে।
এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।