ঢাকাশুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫
  1. আন্তর্জাতিক
  2. কবিতা
  3. খেলাধুলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কাঁফনের কাপড় মাথায় বেঁধে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের গণমিছিল অনুষ্ঠিত 

admin@ajkerkontho.com
এপ্রিল ১৮, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধিঃ কাঁফনের মাথায় বেঁধে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “৮৭ এর কাফন আন্দোলন” এর ন্যায় কাফনের কাপড় মাথায় বেঁধে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ ছাত্রদের উদ্যোগে, পলিটেকনিকের কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র নাফিজুল ইসলাম রোহানের সভাপতিত্বে‌ ফরিদপুর পলিটেকনিক ক্যাম্পাসের অভ্যন্তরে মাথায় কাঁফনের কাপড় বেঁধে গণমিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম পর্বের ছাত্র বুলবুল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম পর্বের ছাত্র মোঃ সজল, কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র দাউদ শেখ, মেকানিকাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোহাম্মদ তরিকুল সিভিল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোঃ আশিক, শফিকুল ইসলাম, মেকানিক্যাল তৃতীয় পর্ব শাকিব সহ পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দ।
এ সময় ছাত্ররা বলেন  আজ আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে বের হয়েছি। আমাদের ছয় দফা দাবি মৌখিকভাবে যেভাবে স্বীকৃতি দিচ্ছেন ঠিক একইভাবে তা লিখিতভাবে স্বীকৃতি দিন। আমাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আমরা আরো কঠোর আন্দোলনে যাব। তারা এ ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আহ্বান জানান।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।