ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
  1. আন্তর্জাতিক
  2. কবিতা
  3. খেলাধুলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গাঁজায় নারী শিশুসহ সাধারণ মানুষের উপর হামলার জন্য এনজিও সমূহের মানববন্ধন অনুষ্ঠিত 

admin@ajkerkontho.com
এপ্রিল ২২, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বিভিন্ন এনজিও সমূহের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাঁজায় নারী শিশুসহ সাধারণ মানুষের উপর সন্ত্রাসী হামলা, নির্যাতন বন্ধ এবং গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে ফরিদপুরের এনজিও সমূহের মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আজ মঙ্গলবার বিকেল চারটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুরের এনজিও সমূহের উদ্যোগে এফডি এর উপদেষ্টা মোহাম্মদ আজহারুল‌ ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন  এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল ইসলাম, পথকলি সংস্থার সভাপতি নির্বাহী পরিচালক মোঃ বেলায়েত হোসেন, বিএফএফ ‌এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির, আইনজীবী মোঃ খাইরুল ইসলাম, পি ডব্লিউ ও এর নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান, ব্লাস্টের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামী, নারী নেত্রী ‌আসমা আক্তার মুক্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনী নিরীহ শিশু, নারী ও সাধারণ মুসলিমদের উপর  হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান। ইসরাইলি বাহিনীর হত্যাকাণ্ডকে বর্বরোচিত এবং মানবতা বিরোধী বলে বক্তারা উল্লেখ করেন।
এ সময় বিশ্বের মুসলিম দেশগুলোকে একত্র হয়ে ইসরাইলির আগ্রাসনের  বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়। ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার দাবি জানানো হয়।
সমাবেশ থেকে মুসলিম হিসেবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি ও ইহুদি পন্য সামগ্রী বর্জনের ঘোষণা দেয়া হয়।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।