
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় লোডশেডিং সংক্রান্ত আলোচনা সভা ২৪ জুলাই রবিবার দুপুর ১টায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হেলালউদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা প্রমুখ।
সভায় আরও বক্তব্য রাখেন ফরিদপুর ওজোপাডিকো প্রকৌশলী, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জি এম আবুল হাসান, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি নজরুল ইসলাম, প্রফেসর মোঃ শাহজাহান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা।
সভায় জানানো হয় যে সকল প্লান্টে জ্বালানি তেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হতো বৈশ্বিক দুর্যোগের কারণে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যহত হচ্ছে। যে কারণে আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারছি না। এজন্য লোডশেডিং হচ্ছে। আশা করছি খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে।
সভায় বক্তারা বলেন, সরকার যে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী রাত আটটার মধ্যে মার্কেট বন্ধ করা, সব ধরনের আলোকসজ্জা থেকে বিরত থাকা, রুম থেকে বের হওয়ার সময় বৈদ্যুতিক সুইচ বন্ধ করে বের হওয়া ইত্যাদি বিষয়গুলো খেয়াল করতে হবে। এছাড়া শহরে ইজি বাইক ও ব্যাটারিচালিত যে সকল রিক্সা রয়েছে সেগুলো রাত ১২ টার পর রিচার্জ করবে। তাহলে পিক আওয়ারে বিদ্যুৎ এর ঘাটতি কিছুটা হলেও কমানো যাবে। এ বিষয়ে প্রত্যেকে তাদের নিজ নিজ জায়গা থেকে সকলকে সচেতন করবেন। শুধুমাত্র দেশের প্রতি ভালোবাসাই এ সংকট মোকাবেলায় সফলতা বয়ে আনবে। বৈশ্বিক এ দুর্যোগ কেটে গেলেই সব স্বাভাবিক হয়ে যাবে।