ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
  1. আন্তর্জাতিক
  2. কবিতা
  3. খেলাধুলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে  ১৮ তম “বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন”

admin@ajkerkontho.com
এপ্রিল ২২, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে  ১৮ তম “বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন” করা হয়েছে।
এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং এনজিও সমূহের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকাল দশটায় ‌ফরিদপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব এ এস এম আলী আহসানের সভাপতিত্বে ফরিদপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ‌উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, শামসুল ইসলাম আল বরাটি সহ ‌বিভিন্ন সরকার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা অটিজম সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের অধিকার ও সম্ভাবনার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলার আহবান জানান।
এছাড়া দায়িত্বশীল নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।