বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
এসময়, উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার নাজনীন রেহানা। আরো বক্তৃতা করেন ইউএনও (ভাড়প্রাপ্ত) মো. হাসিবুল হাসান বহরপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, মহিলা পরিষদ সভাপতি বাসন্তি স্যান্নাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে হতদরিদ্র মানুষ বিনামূল্যে আইনি সেবা পাচ্ছেন। তাদের আইনগত সহায়তা নিশ্চিত করতে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরও বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করা হয়। ওইসময় জেলা লিগ্যাল এইডের কর্মকর্তাগণসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।