রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দির বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এবিএম সিদ্দিক (৬১) ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগেে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় ইদুরদী গ্রামের বাড়ীতে নামাজ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার পুর্বে তার কর্মময় জীবনের উপর আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম শওকত সিরাজ, বালিয়াকান্দি সদর ইউনিয়নর চেয়ারম্যান মো আলমগীর বিশ্বাস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির প্রমুখ।
এবিএম সিদ্দিক ইটভাটা, ব্যবসা, ঠিকাদারীসহ বিভিন্ন ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।