নওগাঁর পত্নীতলায় মাঠে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে মহব্বত আলী নামে এক কিশোরসহ দুইটি গরু মারা গেছে।
বুধবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিরাপুর মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত কিশোর কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের এছার আলীর ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত কিশোর মহব্বত আলী পাশের মিরাপুর গ্রামের মাঠে ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে যায়।
এসময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। বজ্রপাতে দুটি গরুও মারা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
আজকের কণ্ঠ
নওগাঁ
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট