নওগাঁয় বিপুল পরিমাণ ব্যথানাশক ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ এমদাদুল হক (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দিনগত রাত সাড়ে ৯টায় শহরের দয়ালের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের এনামুল হোসেনের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টায় শহরের দয়ালের মোড়ে অভিযান পরিচালনা করেন র্যাব সদস্যরা। অভিযানে ২ হাজার ৭৯০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এমদাদুল দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেনটোডোল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক কৌশলে জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী যুবক এবং মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারী এনামুলকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
আজকের কণ্ঠ,
নওগাঁ প্রতিনিধি
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট