চৌধুরী মাহমুদ আশরাফ টুটু : ফরিদপুরের সালথায় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখ এঁর বসত বাড়ীতে হামলার ১নং আসামি ও সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর জেল হাজতে থাকায় সালথায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী একাংশ।
রোববার (১৭ জুলাই) বিকাল ৫ টার দিকে সহস্রাধিক মানুষের সমন্বয়ে মিছিলটি বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সালথা চৌধুরী মোড়ে এসে মিছিলটি শেষ হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর এর বিরুদ্ধে নানা রকম শ্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। মিছিলে অংশগ্রহণকারীরা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বরকে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখ ও গট্টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু জাফর মোল্লার উপর হামলা ও তাঁদের বসত বাড়ী ভাংচুরসহ সালথা উপজেলার শীর্ষ সন্ত্রাস, চাঁদাবাজ এবং সকল অপকর্ম ও সহিংসতার মূল হোতা বলে আখ্যায়িত করে তার সর্বোচ্চ বিচার দাবী করে।
উল্লেখ্য, গত রোববার (৯ জুলাই) দিবাগত রাতে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলার ঘটনায় উক্ত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী জয়গুন বেগম বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় গত বুধবার (১৩ জুলাই) ফরিদপুরের অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬নং আমলি আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে উক্ত আদালতের বিচারক তরুণ বাছাড় তাদের জামিন নামঞ্জুর করে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জন আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট