মধুখালী প্রতিনিধিঃ আগামী ২৭ জুলাই মধুখালী উপজেলার মেগচামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শিশু বাচ্চাকে মারধরের ঘটনা ঘটছে।
রবিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার মেগচামী ইউনিয়নে পারআশাপুর চশমা প্রতীকের সমর্থক মাদক ব্যবসায়ী কামরুল আনারস প্রতীকের সমর্থক ফারদিন ইসলাম বাদনকে মারপিট করে। এসময় তার ছোট ভাই তাজুমকেও চর থাপ্পর মারে।
জানা যায়, বাদন সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজের আনারস প্রতিকের পোস্টার দিয়ে একটি আনারস তৈরি করে, আনারস তৈরি করেছে এ খবর পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ বাদনের বাসায় গিয়ে অভিনন্দন জানান পরের দিন চশমা প্রতিকের সমর্থক কামরুল শিশুটিকে বলেন তুই আনারস কেন বানিয়েছিস তখন শিশুটি বলে আমার ভালো লেগেছে তাই বানিয়েছি এ কথা বলার সাথে সাথে শিশুটিকে কিল ঘুষি মারতে থাকে এবং তার ছোট ভাইকেও চর তাপ্পার মারে।
বিষয়টি নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন।
এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাচন অফিসার আজমল হোসেন বলেন, আমাকে বিষয়টি জানিয়েছেন, আমি তাদেরকে থানায় অভিযোগ করার জন্য বলেছি।