বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান হামিদের উপর হামলা ও লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন মধুখালী মুক্তিযোদ্ধা সংসদ।
মানববন্ধনে মধুখালী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধারা এ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
রবিবার (৩ জুলাই ) বিকাল ৪ টায় বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদ মধুখালী উপজেলার আয়োজনে মধুখালী রেলগেট মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
উক্ত মানববন্ধনে যুবলীগ নেতা মির্জা কালিমুজ্জামান সুজনের সভাপতিত্বে ও শরিফুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান মোল্লা, আবু বক্কর মোল্লা, ফরিদপুর সুগার মিলের শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, মধুখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, শ্রমিক নেতা মনিরুল ইসলাম, মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিসুজ্জামান লিটন, পৌর কাউন্সিলার নাজমা সুলতানা যুবলীগ নেতা সেলিম, বাবুল ইসলাম, রয়িজ, জাকির শেখ, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান হামিদের লাঞ্চিত হামলা ও অবরুদ্ধ করে রাখা সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
ইনামুল খন্দকার
বিশেষ প্রতিনিধি
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট