বিশেষ প্রতিনিধি : নানা কর্মসুচির মধ্যদিয়ে ফরিদপুরের সালথায় পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে প্রথমে দলীয় নেতাকর্মীরা সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করেন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কাটা হয় কেক ও বের করা হয় আনন্দ শোভাযাত্রা।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আ.লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, সাহিদুজ্জামান সাহিদ, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমুখ।
সভায় উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম খান সোহাগ ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বাদল হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ ও বাকী বিল্লাহসহ উপজেলা আ.লীগ ও তার সহসযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট