বিশেষ প্রতিনিধি: আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ফরিদপুরের সালথা উপজেলা থেকে আওয়ামী লীগের ১০ হাজার নেতাকর্মী নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্ধোধন উপলক্ষে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নিজ বাড়ি সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা থেকে এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় এ প্রস্তুতি সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য মো. শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, দপ্তর মুজিবুল হক প্রমুখ।
সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা আ.লীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া বলেন- আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে অন্তত দশ হাজার নেতাকর্মী নেওয়া হবে।
উদ্ধোধন অনুষ্ঠান সফল করতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিলে আমাদের নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সারাদেশ থেকে অতিথিদের আপ্যায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্মীদের সাথে আমাদের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে। পাশাপাশি অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষায়ও সকলকে সাধ্যমত কাজ করতে বলা হয়েছে।
নূরুল ইসলাম।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট