স্টাফ রিপোর্টার: ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
২০২২-২৩ অর্থ বছরে মোট সম্ভাব্য বাজেট ৩ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৩৬৭ টাকা ঘোষণা করা হয়। যা ২০২১-২২ অর্থবছরের চেয়ে প্রায় অর্ধকোটি টাকা বেশি।
অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য বৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃত্বে সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সোমবার (৩০ মে ২০২২ইং) সকাল ১০ টায় কানাইপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হল রুমে সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।
এ সময় তিনি চলতি অর্থ বছর ২০২১-২২ এর সংশোধিত বাজেটের এবং পূর্ববর্তী অর্থবছর ২০২০-২১ এর হিসাব প্রদান করেন। এছাড়া তিনি এই বাজেটের মাধ্যমে কানাইপুর ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব ভবেশ কুমার বিশ্বাস। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, নির্বাচিত সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট