ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর প্রধান ডাকঘর সংলগ্ন সদর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে রাস্তায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
২৮শে মে সন্ধা ৬: ৩০ টার দিকে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।
তার নাম সন্দীপ সরকার (৪০), পিতা- সন্তোষ সরকার, গ্রাম- শোভারামপুর, থানা- কোতয়ালী, জেলা-ফরিদপুর নিহত হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেল আরোহী সন্দীপ সরকারকে সদর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সে মারাত্মক ভাবে আহত হয়।
স্থানীয় লোকজন তাকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট