চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সালথা প্রতিনিধিঃ আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতারের নিজস্ব তহবিল হতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১ মে) সকাল ১১ টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে আশ্রায়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতার।
এসময় আশ্রায়ন প্রকল্পের ঘরে বসবাসরত অন্তত ২৩৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুধ, সেমাই, চিনি ও পোলার চাল বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, বাংলাদেশ আওয়ামী লীগ, সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, পিআইও পরিতোষ বাড়ৈ, গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, মাঝারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন, সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি সদস্যবৃন্দ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট