জিল্লুর রহমান রাসেলঃ মুজিব শতবর্ষে “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুর জেলায় ০৯টি থানায় গৃহহীন ও হতদরিদ্র ০৯টি পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই।
বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০ এপ্রিল রবিবার সকাল ১১ টায় বাংলাদেশ পুলিশের আয়োজনে গণভবন থেকে সরাসরি যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্ভিস ডেস্ক ও গৃহ হস্তান্তর এর শুভ উদ্বোধন করা হয়।
সারাদেশের ন্যায় ফরিদপুর কোতয়ালী থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেক্স এবং গৃহ হস্তান্তরের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এসময় কোতয়ালি থানার কনফারেন্স রুমে উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহন করেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন কর্মকার, সদর উপজেলা চেয়ারম্যান ও কোতোয়ালি আওয়ামীলীগ সভাপতি আঃ রাজ্জাক মোল্লা, কোতোয়ালি থানার ওসি এম এ জলিল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলসহ পৌর কাউন্সিলর ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
ফরিদপুর কোতয়ালী থানার তাম্বুলখানা গ্রামের শাফিয়া বেগম (৫৫), মধুখালী থানার মোবারকদিয়া গ্রামের রোকন মোল্যা (৪৫), বোয়ালমারী থানার লোকনাথ গ্রামের জামিরন বেগম (৪৫), আলফাডাঙ্গা থানার কুসুমদি গ্রামের জরিনা বেগম (৬৯), চরভদ্রাসন থানার ইন্তাজ মোল্যার ডাঙ্গী গ্রামের সোনাই বিবি (৬০), সদরপুর থানার মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের প্রিয় বালা সরকার, ভাঙ্গা থানার পাঁচকুল গ্রামের নাজমা বেগম (৪৮), নগরকান্দা থানার কোদালিয়া গ্রামের ঝর্না বেগম (৪০), সালথা থানার ভাওয়াল গ্রামের মোসাঃ আছমা বেগম (৪০) এর হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট