রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কালকিনি শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ এপ্রিল) সকালে কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ মাদারীপুর জেলা শাখার সভাপতি মোঃ তুহিন দৰ্জীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান শিমুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ লোকমান, সহ সভাপতি বাবু ভবতোষ দত্ত, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মারুফ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আঃ হাই, পৌর তাঁতী লীগের সভাপতি জামাল চৌকিদার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ সহ অন্যান্যরা।
সম্মেলনে কালকিনি উপজেলা শাখায় এস এম মুরাদ হাসান সভাপতি ও আলিম বেপারী কে সাধারণ সম্পাদক, পৌর শাখায় রাহাত হোসেন কচি সভাপতি ও মোঃ শোয়াইব হোসেন সাধারণ সম্পাদক এবং কলেজ শাখায় রাহাতুজ্জামান শান্ত সভাপতি ও
রোমান ইসলাম নাহিদ কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট