লিয়াকত আলী লাভলু: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জাতীয় বীমা দিবস-২০২২ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ গোলাম মোর্তজা।
“বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিবস রঞ্জন বাকচী, সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, বীমা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আলমগীর হোসেন মোল্যা প্রমূখ।
বক্তারা বীমা কোম্পানীর প্রতি আস্থা রেখে মানুষের জীবন ও সম্পদের আর্থিক ঝুঁকি নিরসনের উপর জোর দেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট