ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বলেছেন একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য বড় অর্জন। পৃথিবীর এমন কোন জাতি নাই যারা ভাষার জন্য জীবন দিয়েছে।
তিনি আজ সকালে সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা স্কুলে নব নির্মিত শহীদ মিনারের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির ভাষণে কথা বলেন। তিনি আরো বলেন জাতিসংঘ এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঘোষণা করেছেন। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। এ নিয়ে ভাবতে হবে। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান আমরা দেশে স্বাধীনতা পেয়েছি লাল সবুজ পতাকা পেয়েছি। তার অবদান যুগের পর যুগ মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তিনি সবাইকে একুশের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে এবং জাতি গঠনে নিজেদের এগিয়ে যাবার আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর ও ১নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।