নিজস্ব প্রতিবেদকঃ ১৫ ফেব্রুয়ারি ২০২২, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ কর্তৃক সদর উপজেলার হেলিপোর্ট বাজার এবং গোয়ালচামটে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১৩,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক তদারকির পাশাপাশি মহামারী করোনা মোকাবেলায় ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
এসময় সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান, মোহাম্মদ মামুন হোসেন স্যানিটারী ইন্সপেক্টর ফরিদপুর পৌরসভা এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট