নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা পুলিশ সুত্রে জানা যায়, অফিসার-ইনচার্জ, (ডিবি) ফরিদপুর এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ১৪.০২.২০২২ খ্রিঃ ১৫.২৫ ঘটিকার সময় ভাঙ্গা থানাধীন কাউলিবেড়া ইউনিয়নের পরারণ গ্রামস্থ পলাতক আসামী মোক্তার শেখের বসত বাড়ীর এক তলা ভবনের পশ্চিম পাশের উত্তর-পশ্চিম কোনার রুমের মধ্যে হতে১। মোঃ রায়হান শেখ @ তোহা (২৩), পিতা- ফরিদ আলম, মাতা-মনু বেগম, সাং-সাহেব খান পাড়া, পূর্ব বড় বেওলা ০৮ নং ওয়ার্ড, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ২। মোঃ বিপ্লব শেখ (২৮), পিতা-বাবু ওরফে বাবুল শেখ, মাতা-লুৎফা বেগম, সাং-কাউলিবেড়া বাজারের পাশে, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুরদ্বয়কে ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রিত নগদ ১৫,৫০০/- টাকা মাদকের কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের Samsung মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই/আব্দুল জব্বার বাদী হয়ে ভাংগা থানায় একটি মাদক মামলা দায়ের করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট