রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুজন যুবককে আটক করেছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে গোয়ালন্দঘাট থানার অফিসার স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া মডেল হাই স্কুলের পাশে বাবুর মেহগনি বাগানের মধ্য থেকে ডাকাতির প্রস্তুতি কালে ২ জন যুবককে আটক করে পুলিশ। তারা হলেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা গ্রামের আমজাদ শেখের ছেলে রুবেল শেখ (২৬) এবং গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার সামসু মাস্টার পাড়া এলাকার নাসির শেখের ছেলে, জাকির শেখ (২১)।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি লোহার তৈরী রামদা, ১ টি লোহার তৈরী ধারালো দা, ১ টি লোহার তৈরি ধারালো চাকু, ১ টি একটি গিয়ার চাকু, ১ টি লোহার হাতল যুক্ত লোহার হাতুরী, ১ টি নাইলনের রশি, ১ টি মাঝারি আকারের প্লাস্টিকের ব্যাগ।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে এ দুজন যুবক আটক করা হয়। তাদের হেফাজত থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।