মোক্তার হোসেন, পাংশা: রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সহধর্মিনী মিসেস সাইদা হাকিমসহ পরিবারের সদস্যদের করোনা রোগ মুক্তি কামনায় সোমবার (৭ ফেব্রুয়ারী) পাংশা উপজেলার কসবামাজাইল ইউপিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কসবামাজাইল কেন্দ্রীয় জামে মসজিদে কসবামাজাইল ইউপি আওয়ামী লীগ এ দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন মন্ডল (শাম মন্ডল), কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান (পিল্টু জোয়ার্দ্দার), কসবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, কসবামাজাইল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মসজিদের মুসল্লীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মোঃ বাচ্চু মিয়া।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট