নিরঞ্জন মিত্র নিরু: ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৬ জানুয়ারি) রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে জেলার সার্বিক উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিম কুমার সাহা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, মোঃ আখতারুজ্জামান, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. হজরত আলী, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল প্রমূখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার সরকারি খাস জমির পুকুর জলাশয় গুলো প্রভাবশালী ব্যাক্তিদের থেকে দখল মুক্ত করে গরীব জেলেদের মধ্যে দিওয়া সহ জেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট