চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, (সালথা): ফরিদপুরের সালথায় জেলা পুলিশের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে সালথার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জামাল পাশা, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান, গট্টি ইউ পি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউ পি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জামাল পাশা বলেন, ফরিদপুর জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা এই শীতার্থ দুঃস্থ্য অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। ফরিদপুর জেলার ৯টি উপজেলায় ঘুরে ছিন্নমূল অসহায়ের খুঁজে বের করে আমরা কম্বল দিচ্ছি। আমরা মনে করি এই শীতে এটা তাদের বড় সাপোর্ট হিসাবে কাজ করবে। ফরিদপুর জেলা পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট