আতিয়ার রহমানঃ বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় উগ্রবাদ প্রতিরোধে মঙ্গলবার সকাল ১০ টায় রাজবাড়ী পৌরসভার হল রুমে জনসচেতনতামূলক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর সার্কেল এএসপি মাইনউদ্দিন চৌধুরীর পরিচালনায় ও রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দীন এর সভাপতিত্বে উক্ত আলোচনায় বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন কাউন্টার টেরিজোমের উপ-পুলিশ কমিশনার মোঃ নাসরুল্লাহ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোহাম্মদ জহুরুল হক, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার কর।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ লাবলু, শিক্ষক কুতুবুউদ্দিন মোল্লা, শিক্ষক দিদার হোসেন, শিক্ষার্থী রাশেদুল ইসলাম, মোছাঃ মিম প্রমুখ।
উক্ত সেমিনারে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট