রাজবাড়ী প্রতিনিধি: পঞ্চম ধাপে দেশের বিভিন্ন স্থানে ইউপি নির্বাচন অনুষ্ঠিত ৫ জানুয়ারি হয়। এতে রাজবাড়ীর পাংশার সরিষা ইউনিয়ন থেকে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. আজমল আল বাহার।
স্থানীয় জনগণ জানান, মো. আজমল আল বাহার ভাই বিগত দিনে এ ইউনিয়নের রাস্তাঘাট ব্রীজ-কালবার্ট কৃষি সহ সকল খাতে ব্যপক উন্নয়ন করেছেন। যে কোন বিপদে আপদে সবসময় মানুষের পাশে দাঁড়ায়। করোনাকালীন সময়ে সরকারী সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে নিম্নআয়ের মানুষের মাঝে দিয়েছেন সহায়তা। কখনো মানুষের সাথে খারাপ আচরন করে না। অত্যন্ত সাদাসিধা জীবন যাপন করেন। তার সততা ও স্বচ্ছ কার্যক্রমের মাধ্যমে মানুষের মন জয় করেছেন। তিনি আবারও নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। আমরা তার সফলতা কামনা করি।
নব নির্বাচিত চেয়ারম্যান মো. আজমল আল বাহার এক সাক্ষাৎকারে বলেন, আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থেকে নিঃশর্ত সেবা করার। আমার কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছি। সারা জীবন মানুষের পাশে থেকে কাজ করতে চাই এই আমার চাওয়া। ধন্যবাদ জানাই মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে। তিনি আমার ওপর আস্থা রেখে উন্নয়নের প্রতীক নৌকা দিয়েছেন এবং ইউনিয়নবাসী আবারও আমাকে নির্বাচিত করেছেন। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি যেন ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ শেষ করতে পারি।