হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী পৌরসভায় ওয়ার্ল্ড ব্যাংক গ্রপের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপর (এলজিইডি) এর নিয়ন্ত্রণে রেসিলিয়ান্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভল্পমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর বাস্তবায়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ করতে মধুখালী পৌরসভার ও আরইউটিডিপি এর আয়োজনে মধুখালী পৌরসভার হলরুমে শুক্রবার বিকালে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্কসপে সভাপতিত্ব করেন মধুখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন। পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন আরইউটিডিপি প্রকল্পের টিম লিডার কাজী লিয়াকত আলী, এলজিইডি’র কনসালটেন্ট মেম্বর প্রকৌশলী সুবীর কুমার শর্মা, মো. নাসিরুল ইসলাম, তপন মাহমুদ, স্টেক হোল্ডার মো. আতিয়ার রহমান মিয়া, শাহ মো. ফারুক হোসেন, কাউন্সিলর মির্জা আবু জাফর, তাওফিক হোসেন শরাফী সেতু, মহিলা কাউন্সিলর নাজমা বেগম, রেশমা আক্তার। ওয়ার্কসপে প্রজেক্টের কর্মকর্তা, স্টেক হোল্ডার ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।