জিল্লুর রহমান রাসেলঃ ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় পালিয়ে গেছে তার দুই সহযোগী।
শনিবার ১৭ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পালিয়ে যাওয়া দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে চারটি স্থানে অভিযান চালানো হয়।
গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীর নাম হাবিব মোল্যা (২৫)। তিনি নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামের মৃত সিদ্দিক মোল্যার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুতারকান্দা গ্রামের মৃত সিদ্দিক মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে একটি ড্রামের ভিতর থেকে ২০০ পিচের ২৬ টি প্যাকেট থেকে মোট ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার ও হাবিব মোল্যাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ভাঙ্গার মনসুরাবাদ গ্রামের বাসিন্দা বাবলু মোল্যা (৫১) ও মাহবুব মোল্যা (৩২) নামে দুজন পালিয়ে যায়। এদের মধ্যে বাবলু মোল্যা গ্রেফতার হাবিব মোল্যার আপন ভগ্নিপতি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
শামীম হোসেন জানান, পলাতক বাবলু মোল্যা একজন আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তিনি শশুর বাড়িতে থেকেই মাদক ব্যবসা পরিচালনা করেন। গোয়েন্দা সূত্রের তথ্য মতে কক্সবাজার থেকে ৬ হাজার পিসের একটি ইয়াবার চালান আসে গতকাল শুক্রবার এই বাবলু মোল্যার কাছে। যার থেকে ইতোমধ্যে আটশো পিস ইয়াবা তারা বিক্রি করে দিয়েছে।
তিনি বলেন, পলাতক বাবলু ও মাহবুবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। আগামীকাল হাবিব মোল্যাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান আরো জোরদার করা হবে।