নিজস্ব প্রতিবেদকঃ ৫ম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন রাত পোহালেই আগামীকাল ৫ই জানুয়ারী ২০২২ সকাল ৮টা থেকে ভোট শুরু, বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন রাত পোহালেই ভোট গ্রহণ। ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্যন্ত চলবে।
উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৯জন, সাধারন ওয়ার্ড সদস্য (মেম্বর) পদে ৩৩৫ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ১০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
উল্লেখ্য যে, বিনা প্রতিদ্বন্দিতায় মাছপাড়া ইউনিয়নে ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৬ জন্য সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন।
উপজেলার ১০টি ইউনিয়নে মোট ১ লক্ষ ৭৭ হাজার ২২৮ জন ভোটার রয়েছে, এর মধ্যে ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।
নির্বাচন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি ইউনিয়নের জন্য ১ জন করে মোট ১০ জন ম্যাজিস্ট্রেট ও ১০ টি ইউনিয়নের জন্য ৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। র্যাবের টহল টিম থাকবে, এদের মধ্যে ১টি টিম রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সড়কের ডান দিকে ও অন্যটি সড়কের বাম দিকে থাকবে। প্রতিটি ইউনিয়নের জন্য ১টি করে মোবাইল টিম ও ১টি স্ট্রাইকিং ফোর্স এর টিম সহ মোট ২০টি টিম কাজ করবে। এছাড়াও ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জেলা আনসার কমান্ডার এর নেতৃত্বে ১ টি টিম সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় থাকবে।