নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর জেলা কমান্ড কাউন্সিল এর পক্ষ থেকে ২১শে ফেব্রুয়ারীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারী ২০২২ রাত ৮টার সময়ে ফরিদপুরের কাঠপট্টি পৌর মার্কেটের ২য় তলায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর জেলা কমান্ড কাউন্সিল এর অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদের নব-নির্বাচিত কমিটির সভাপতি এম টিপু সুলতান এর আগমনে ফুল দিয়ে বরণ করে নেন জেলা কমিটির নের্তৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর জেলা কমান্ড কাউন্সিল এর কমিটির সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রুমন চৌধুরী, দপ্তর সম্পাদক সুমন কুমার দে, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা লাবন্য, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক চিদীপ ঘোষ অভী, ফরিদপুর জেলা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সোহেল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাসুদ ইকবাল।