
মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের হাসিনা- সত্তার ইসলামিক এতিমখানায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারী মঙ্গলবার হাসিনা- সত্তার ইসলামিক এতিমখানা চত্বরে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ ও দোয়া মাহফিলে বয়ান পেশ করেন সভার প্রধান অতিথি মুফতী আঃ গফফার সাহেব দা,বা মুহতামীম, কাসিমুল উলূম মাদরাসা, নগরকান্দা, ফরিদপুর।প্রধান বক্তা পীরে কামেল মুফতী ইসমাতুল্লাহ কাসেমী সাহেব শাইখুল হাদীস, মদীনাতুল উলুম মাদ্রাসা, নগরকান্দা, ফরিদপুর। বিশেষ বক্তা হিসাবে বয়ান করেন মুফতী কামরুজ্জামান সাহেব ইমাম ও খতিব, ওয়ারলেস পাড়া জামে মসজিদ,ফরিদপুর। বিশেষ অতিথি হিসাবে বয়ান পেশ করেন মুফতী শরিফুল ইসলাম কাসেমী সাহেব ইমাম ও খতিব নয়ানগর জামে মসজিদ, খিলক্ষেত, ঢাকা।সভাপতিত্বে ছিলেন মোঃ জাকারিয়া হোসেন অত্র এতিমখানার প্রতিষ্ঠাতা।
একবছর শিক্ষাবর্ষে হাসিনা – সত্তার ইসলামিক এতিমখানা থেকে এবছর মোঃ ইব্রাহিম পিতা মিজানুর রহমান গ্রাম লস্করদিয়া থানা নগরকান্দা জেলা ফরিদপুর অত্র মাদ্রাসা থেকে একজন ছাত্র কোরআনের হাফেজ হন।