সোহাগ মিয়া, গোয়ালন্দ প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চায়না বেগম (২৪) নামে এক গৃহবধূকে প্ররোচনার মামলায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
গতকাল শনিবার আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো গোয়ালন্দের দক্ষিন দৌলতদিয়া যদু ফকির পাড়া গ্রামের আফসার শেখের ছেলে মোঃ রেজাউল শেখ (৩৫)।
গৃহবধূর স্বজনদের অভিযোগ, চায়না বেগমকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। তাই তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ ঘটনার জন্য তাঁর স্বামী রেজাউল শেখ দায়ী।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) এজাহার সূত্রে সূত্রে জানা যায়, আসামীর সাথে বিগত ০৭ বছর পূর্বে চায়না বেগম (২৪) এর ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে হয়। আসামীর ঔরষের গর্ভে দুইটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তানদ্বয়ের নাম লিজা (০৫) ও লিমা (০৩) বর্তমানে জীবিত আছে।
উক্ত আসামী গত ০১ মাস পূর্বে বাদীর ভগ্নিপতি আক্কাস মোল্লার কাছ থেকে ৩,০০০/- টাকা এক সপ্তাহ পরে ফেরত দিবে বলে ধার নেয়। এক সপ্তাহ পার হয়ে গেলেও উক্ত টাকা ভগ্নিপতি আক্কাস মোল্লা কে ফেরত দেয় না। আসামী টাকা ফেরত না দিলে তাকে টাকা ফেরত দিতে বলে ওই গৃহবধূ। কিন্তু আসামী টাকা ফেরত দেওয়া নিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকে এবং ওই গৃহবধুকে মানসিকভাবে নির্যাতন করতে থাকে।
গত শুক্রবার রাত্র অনুমান ১০টার দিকে আসামী বাড়ীতে ফিরে আসলে ওই গৃহবধূ আসামীকে ধারের টাকা ফেরত দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে আসামী ওই গৃহবধূর উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
আসামি আরো প্রকাশ করে যে “পারলে তুই তোর ভগ্নিপতির টাকা ফেরত দে, আমি টাকা দিতে পারব না। যদি টাকা দিতে না পারিস তাহলে মরে যা”।
পরবর্তীতে সবাই ঘুমিয়ে পড়লে বাদীর বোন আসামীর কথার প্ররোচনায় সকলের অগোচরে গত শুক্রবার রাত্র অনুমান ১০.৩০ দিক হতে শনিবার সকাল অনুমান ০৭ টার ঘটিকার মধ্যে যে কোন সময় ওই গৃহবধূর ব্যবহৃত ওড়না দিয়ে আসামীর বসত ঘরের শয়ন কক্ষের মধ্যে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় বাদী মোঃ জাহাঙ্গীর দেওয়ান (২৮), সঙ্গীয় বাদীর চাচাতো দুলাভাই মালেক (৩০) সহ অত্র থানায় হাজির হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। সেই মামলায় অভিযুক্ত রেজাউল শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার রেজাউল শেখ কে আটক করা হয়, তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।