শরিফা বেগম শিউলী, রংপুর: রংপুর ক্যাডেট কলেজের ৪ দিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে রংপুর ক্যাডেট কলেজের ৪ দিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রংপুর ক্যাডেট কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক, এসইউপি, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, মাস্টার জেনারেল অব দি অর্ডিন্যান্স এবং বিশেষ অতিথি ছিলেন বেগম তাসলিম জাহান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল কাজী তাজুল ইসলাম, পিএসসি, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ মেহেদী হাসান হিমেল, এএমসি এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, সকল অভিভাবক, আমন্ত্রিত অথিথিবৃন্দ, অনুষদ সদস্যবৃন্দ, কর্মচারী ও ক্যাডেটবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি সারাবছর ধরে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন। আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী হাউস বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর হাউস এবং উপবিজয়ী হাউস তিতুমীর হাউস ও সার্বিকভাবে বিজয়ী হাউস তিতুমীর হাউস এবং সার্বিকভাবে উপবিজয়ী হাউস ওমর ফারুক হাউসকে ট্রফি প্রদান করেন।