রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ প্রতিটি গ্রাম হবে শহর এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুরে নির্মিত হচ্ছে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কমপ্লেক্স।
হাসপাতালটির জন্য সম্পূর্ণ নিজস্ব জমি দান করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি। তাঁরই ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুত এগিয়ে চলেছে হাসপাতাল কমপ্লেক্সটির নির্মাণ কাজ।
হাসপাতালটি নির্মিত হলে কালকিনির রমজানপুর ইউনিয়নসহ আশেপাশের দশটি ইউনিয়নের মানুষের চিকিৎসাসেবা আরও সহজ হবে। নিজ এলাকায় এমন একটি হাসপাতাল কমপ্লেক্স হওয়ার ফলে সাধারণ মানুষ হাতের নাগালেই পাবে তাদের কাংখিত চিকিৎসা সেবা।
রমজানপুর ইউপি চেয়ারম্যান বি এম মিল্টন ইব্রাহীম বলেন, “বর্তমানে এই এলাকার মানুষদের চিকিৎসা সেবা পেতে দূরে যেতে হয়। হাসপাতাল কমপ্লেক্সটি নির্মাণ শেষ হলে এলাকার মানুষসহ আশেপাশের জনগণের চিকিৎসা সেবা আরও সহজ হবে।”
স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ এর প্রচেষ্টায় এই হাসপাতাল কমপ্লেক্স পেয়ে এলাকাবাসীরা ভীষণ আনন্দিত।
হাসপাতাল কমপ্লেক্স টি সম্পর্কে মাদারীপুর-৩ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ,এমপি বলেন, “সারাদেশের মানুষের চিকিৎসা সেবা সহজ করতে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় আমার এলাকায় এই হাসপাতাল কমপ্লেক্স টি নির্মিত হচ্ছে। আমি এলাকার মানুষের সুবিধার কথা ভেবে নিজস্ব জমি এই হাসপাতাল নির্মাণের জন্য দিয়ে দিয়েছি।যাতে আমার নির্বাচনী এলাকার মানুষ সহজেই তাদের কাংখিত চিকিৎসা সেবা পায়।”
নির্মাণাধীন এই হাসপাতাল কমপ্লেক্সে থাকছে স্টাফ কোয়ার্টার, নার্স ডরমেটরী, কনসালটেন্ট ডরমেটরী, ওয়ার্ড বয় ডরমেটরী, ডিরেক্টর ডরমেটরী, সাবস্টেশন বিল্ডিং, মসজিদ সহ নানান সুযোগ-সুবিধা। পুরো হাসপাতাল কমপ্লেক্সটি তৈরিতে ব্যয় হচ্ছে প্রায় ৩১ কোটি ০৬ লাখ টাকা।খুব শীঘ্রই শেষ হবে এর নির্মাণ কাজ।