নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর সুপার মার্কেটের নতুন ভবন পরিদর্শন করলেন পৌর মেয়র অমিতাভ বোস। এ সময় তিনি ব্যবসায়ীদের পাশে থাকার প্রত্যয় করেন এবং চমৎকার একটা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে সে প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আজ সকালে ফরিদপুর সুপার মার্কেট কমিটির সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলাওল হোসেন তনু।
এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পেশ করেন সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। উল্লেখ করা যেতে পারে এ মার্কেটে প্রায় দুই শতাধিক দোকান রয়েছে।