বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের সালথায় চলতি বছরে ৩০ হাজার ৯৭০ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ১৫৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল আর ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৮১৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার দুপুর ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন ও পরিকল্পনা সভা থেকে এ তথ্য জানানো হয়। সভায় বক্তারা শিশুদের দেহে ভিটামিনের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। আগামী ১২ জুন শুরু করে ১৫ জুন পর্যন্ত সালথা উপজেলার প্রতিটি টিকা কেন্দ্রে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম ইফতেখার আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আাকতার, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ।