
নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার সাড়ুকদিয়া উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহীদুল হাসান খান সোহাগ। তিনি সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।আজ সোমবার বিকেলে বিদ্যালয় সংশ্লিষ্ট সকল সদস্যের সম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।
বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী বলেন, গত ৩০ নভেম্বর বিদ্যালয়ে পরিচালনা পর্ষদ কমিটির সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪ জন অভিভাবক সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন একজন সংরক্ষিত মহিলা সদস্য ও তিনজন শিক্ষক সদস্য। এ ছাড়া নিয়ম অনুযায়ী একজন দাতা সদস্য হয়েছেন।
তিনি আরো বলেন, সোমবার বিকেলে ওই বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষে আয়োজিত এক সভায় সংশ্লিষ্ট সকল সদস্যদের সম্মতিক্রমে শহীদুল হাসান খান সোহাগকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। তিনি নির্বাচিত হওয়ার পর এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে তাকে পৌছে দেয়া হয়েছে।