বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের সালথায় স্থানীয় সাংবাদিক আকাশ সাহার পিতা জিতেন্দ্র নাথ সাহার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকালে তার নিজ বাড়ি উপজেলা সদরের সাহাপাড়ায় ধর্মীয় আচার রীতি পালনের মাধ্যমে সর্গীয় জিতেন্দ্রনাথ সাহার আত্মার মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০২০ সালের ২ জুন মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিতেন্দ্র নাথ সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আকাশ সাহা এবং তার পরিবারের সদস্যরা স্বর্গীয় জিতেন্দ্র নাথ সাহার আত্মার শান্তি ও মঙ্গলের জন্য সকলের নিকট দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।