নুরুল ইসলামঃ ফরিদপুরের সালথায় চলমান সহিংস কর্মকাণ্ডরোধে স্থানীয় জনতা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ।
বুধবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করেন বালিয়া বাজার পরিচলনা কমিটি।
সভায় বক্তারা বলেন- সালথার চলমান সহিংস পরিস্থিতির কারণে এখানকার রাজনৈতিক নেতারাসহ সমাজের বিশিষ্টজনেরা চরম বিব্রত। সারাদেশের মানুষ সালথার মানুষকে ঘৃণা করে। এমন অবস্থায় সালথার পরিবেশের পরিবর্তন আনতে হবে। কোন ধরণের সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না। ঝামেলা হলে পুলিশের সহযোগিতায় মিমাংসা করতে হবে।
বাজার কমিটির সভাপতি মো. সরোয়ার মাতুব্বরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদীক।
সভায় আরও উপস্থিত ছিলেন, সালথা থানার এসআই গোলাম মোন্তাসির মারুফ, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাভলু, বালিয়া বাজার কমিটির সাধারণ সাজ্জাদ মাতুব্বর, বাজারের ব্যবসায়ী মো. মোশারফ তালুকদার, ডাঃ আনোয়ার হোসেন, ডাঃ আব্দুল কাইয়ুম, স্কুল শিক্ষক হুমায়ুন কবির প্রমূখ। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- চলমান সহিংস পরিস্থিতি বন্ধ করে সালথায় শান্তি ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছেন ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। তিনি সালথার শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গ্রাম্য মাতুব্বরসহ বিশিষ্টজনদের সাথে কয়েক দফা মতবিনিময় ও সচেতনতামূলক সভা করেছেন। সংঘর্ষ নিরসনে এসপির পাশাপাশি সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মো. সুমিনুর রহমানও মাঠে নেমে কাজ করছেন।