
বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের সালথায় সহিংসতা নিয়ন্ত্রণে এনে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মামনা ক্রেষ্ট পেলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক। আজ বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়। এরপর তার হাতে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ ওসির সম্মামনা ক্রেষ্ট তুলে দেন ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান।
মাসিক অপরাধ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন, সুমন রঞ্জন সরকার, মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার সুমন কর, মো. আসাদুজ্জামান শাকিল প্রমূখ।
প্রসঙ্গত আদিযুগ থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে সালথায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রামে সহিংসতা ঘটনা ঘটে আসছিল। এতে প্রতিবছর ৮ থেকে ১০ জন নিহতসহ শতশত মানুষ আহত হতেন। ভাঙচুর ও লুটপাট করা হতো হাজারো বাড়িঘর। এমনকি সংঘর্ষকারীদের হাত থেকে রক্ষা পায়নি থানা ও উপজেলা পরিষদ পর্যন্ত। গত বছরের ৫ এপ্রিল ভয়বাহ তান্ডব চালানো হয় থানা ও উপজেলা পরিষদের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে। এরপরেই নড়ে-চড়ে বসে পুলিশ-প্রশাসন।
তান্ডবের ঘটনার পর সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন শেখ সাদিক। তিনি যোগদানের বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা নিরসনে সচেতনামূলক সভা শুরু করেন। পাশাপাশি কোথাও সংঘর্ষের ঘটনা ঘটলে তা কঠোর হস্তে দমন করে নিজেকে দাঙ্গাবাজদের কাছে আতঙ্ক হিসেবে গড়ে তুলেছেন। এতে মাত্র ২-৩ মাস মাথায়ই সালথার দাঙ্গা-হাঙ্গামা পুরোপুরি বন্ধ হয়ে যায়।