চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সালথাঃ ফরিদপুরের সালথা উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম মাতুব্বর প্রমুখ।
আলোচনা সভায়, ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী এবং নিখোঁজ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।