চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সালথাঃ ফরিদপুরের সালথায় দরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন সালথা বাজারের চৌধুরী নওয়াব আলী সিদ্দিকী সুপার মার্কেটের মালিক চৌধুরী আইয়ুব আলী সিদ্দিকী (ফুয়াদ)। তিনি সালথা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির মৃত চৌধুরী নওয়াব আলী সিদ্দিকী এর ছেলে।
সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে চৌধুরী মার্কেটের সামনে তিন রাস্তার মোড়ে ও সালথার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে তিনি নিজস্ব অর্থায়নে এই কম্বল বিতরণ করেন। তিনি শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বলে জানা যায়।
এসময় মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এবিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি এবং সামনেও অসহায়, দরিদ্র শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণের কাজ অব্যাহত থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো দরিদ্র, অসহায় মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ।