নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবি ও সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সালাউদ্দীন আইয়ুবী, সালথা থানার ওসি মো. শেখ সাদিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন প্রমূখ।