সম্মেলনে মো. হারুন ফকিরকে রামকান্তুপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও মো. লুৎফর মোল্যাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা দেওয়া হয়।
উপজেলা কৃষকলীগের সহসভাপতি ডাঃ আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাজীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ছেলে ও তার রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মো. শফিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমুখ।
সম্মমেলনে প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন- কৃষকদের অধিকার আদায়ে নবগঠিত এই কমিটি কাজ করবে বলে আশা করি। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা ও সাজেদা চৌধুরীর হাত শক্তিশালী করতে কমিটির সকলে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।