চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে মাটি তোলার দায়ে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৭ ফ্রেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তাসলিমা আকতার।
জানা যায়, উপজেলাধীন বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামের মোঃ খলিল মোল্যার ছেলে ওবায়দুর মোল্যা উক্ত স্থানে দীর্ঘদিন ধরে ফসলী জমি থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তাসলিমা আকতার ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ওবায়দুর মোল্যাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তাসলিমা আকতার, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অবৈধ মাটি বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।