চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সালথাঃ ফরিদপুরের সালথা হতে ২শ ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যাবসায়িকে আটক করেছে র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প।
আটককৃত মাদক ব্যবসায়ী সালথা উপজেলাধীন গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের মোঃ হিংগুল খালাসীর ছেলে মোঃ জব্বার খালাসী (৪২)।
শুক্রবার (১১ ফ্রেব্রুয়ারি) পৌনে ছয়টার দিকে অত্র ক্যাম্পের একটি অভিযানিক দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ আবুল বাশার এর নেতৃত্বে ফরিদপুর জেলার সালথা থানাধীন সিংহ প্রতাপ গ্রামস্থ সিংহ প্রতাপ (বুড়িদিয়া) বাজারের কালাম মাস্টারের ফার্মেসীর সামনে হতে উক্ত মাদক ব্যবসায়িকে আটক করে।
এ সময় তার হেফাজত হতে ২শ ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার সালথা থানায় হস্তান্তর করা হয়।
এ সংক্রান্ত ফরিদপুর জেলার সালথা থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলে র্যাব-৮ জানায়।
মাদকের বিরুদ্ধে এসব অভিযান চলমান থাকা উচিত। কেননা মাদকের কারনেই সমাজে সহিংসতা এবং অন্যায় অপকর্ম বেড়েই চলেছে। ধন্যবাদ RAB-8 ফরিদপুর।???
Follow fb page: facebook.com/ajkerkontho